শাহজাহান হেলাল, ফরিদপুর।। অক্টোবর ২০২৫খ্রি. বৃহস্পতিবারঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামে অবস্থিত মেগচামী দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সাধারন অভিভাবক প্রতিনিধি নিবার্চন অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর ২০২৫খ্রি. বৃহস্পতিবার মেগচামী দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সাধারন অভিভাবক প্রতিনিধি নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন মাদরাসার শ্রেনী কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার মোট অভিভাবক ভোটার সংখ্যা ২৫৭টি এর মধ্যে ১৬৫ অভিভাবক তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়ীত্ব পালন করেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মাদ রুহুল আমীন। মাদরাসার সুপার মোঃ জহুরুল কাউয়ুম নির্বাচন পরিচালনায় সার্বিক দায়ীত্ব পালন করেন।মাদরাসা পরিচানা পরিষদের সাধারন অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৭জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
মোঃ আয়ুব শেখ ৬৫,মোঃ আঃ কাউয়ুম ৬৩,মোঃ লুৎফর রহমান ৫৯ এবং মোঃ বকুল শেখ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এফতেদায়ী শাখায় দুজন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন । তারা হলেন মোঃ সৌরভ ও মোঃ হারেজ শেখ।
মোঃ বশির আহমেদ ৩৩,বাবু শেখ-১১ ও মোঃ জামাল শেখ ০৫ ভোট পেয়ে নির্বাচনে নির্বাচিত হতে পারেন নাই ।
নির্বাচনের দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ রুহুল আমীন এ ফলাফল ঘোষনা করেন।


