জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরাা)।।  আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিমান বিহারী মন্ডল, এসএপিপিও পলাশ কান্তি রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, ইকবাল হোসেন, দেব প্রসাদ দাশ, আমিনুল ইসলাম, সানা আবু জাফর, নাজমুস সাকিব শাওন, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, দীপক কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সরিষা প্রনোদনার সার ও বীজ বিতরন, সবজী প্রণোদনার চাষাবাদ অগ্রগতি, আগাম রোপা আমন কর্তন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version