স্টাফ রিপোর্টার, বরিশাল।। দীর্ঘ ভোগান্তির পর স্কুলে যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল নগরীর আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) স্কুলের সামনের সড়কে শিক্ষক-শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীরাও অংশগ্রহণ করেন।
জানা গেছে, নগরীর ১৫ নম্বর ওয়ার্ডস্থ কালুশাহ সড়কের পাশ্ববর্তী ইয়াছিন মল্লিক সড়কে অবস্থিত আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ইয়াছিন মল্লিক সড়কটি আশেপাশের সড়ক থেকে বেশ নিচু হওয়ায় সামন্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। এতে কয়েকশ’ ছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীরা জানিয়েছেন, সড়কটি একদিকে যেমন নিচু অপরদিকে ড্রেনেজ ব্যবস্থাও করুন। অপরিকল্পিত ড্রেন নির্মানের কারনে বাড়ি-ঘর কিংবা বৃষ্টির পানি নামার কোন ব্যবস্থা নেই। বিষয়টি দীর্ঘবছর ধরে একাধিকবার সিটি করপোরেশনের নজরে আনতে লিখিত আবেদন করা হলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমতাবস্থায় বর্ষা মৌসুমে স্কুলটি বন্ধের উপক্রম হয়ে গেছে। তাই বাধ্য হয়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন।
মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আমরা এলাকার কয়েক হাজার বাসিন্দাতো বটেই রাস্তাটি উচু করণ ও সংস্কারের অভাবে পানির মধ্যদিয়ে হাটতে হচ্ছে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের। এতে করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা পানিবাহিত নানারোগে আক্রান্ত হচ্ছেন। এর থেকে উত্তরনের জন্য সিটি করপোরেশনের সুদৃষ্টি কামনা করেছেন।
মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে স্কুলের সহকারী প্রধানশিক্ষক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মাহবুবা আক্তার, মোস্তাফিজুর রহমান, তাইজুর ইসলাম, ফারুক হোসেন, রোকসানা পারভীন, কালুশাহ সড়ক জামে মসজিদ কমিটির সদস্য জাহিদ হোসেন, স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান, মনিরুল হাসান, আব্দুল বাড়ী, আব্দুর রব সিকদার প্রমুখ।

