রূপসা (খুলনা) প্রতিনিধি।। রূপসা থানাধীন পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে সৌদি আরব প্রবাসী সোহেল হাওলাদার (৪৫) নামের এক সৌদি প্রবাসী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।সোহেল রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯.৩০ মিনিটের দিকে মানিক সরদারের বালুর মাঠ এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতসোহেল দীর্ঘদিন সৌদিআরব ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানায়,নৈহাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন সোহেল । বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চোখে ও বুকে একাধিক গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।জানাগেছে, সোহেলের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর সবুর খান বলেন, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্বৃত্তদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে।
হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‌লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version