জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে পরীক্ষায় ৪র্থ হতে ১০ম শ্রেণির ৪৪৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ৪র্থ শ্রেণিতে ৮২ জন, ৫ম শ্রেণিতে ৯০ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৬৫ জন, ৭ম শ্রেণিতে ৭৭ জন, ৮ম শ্রেণিতে ৬৩ জন, ৯ম শ্রেণিতে ২৩ জন ও ১০ম শ্রেণিতে ৪৫ জন ছাত্রছাত্রী রয়েছে। ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষায় পাঠ্য পুস্তকের উপর ৯৫ ও সাধারণ জ্ঞানের ৫ মার্কের প্রশ্ন ছিল। এছাড়া ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণিতে ভুল উত্তরের ক্ষেত্রে ০.২০ মার্ক কর্তন করা হবে। সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুলে উত্তীর্ণদের মাঝে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হবে। শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ মার্ক প্রাপ্ত এক করে ৭ শ্রেণির ৭ জনকে একটি করে বাই সাইকেল প্রদান করা হবে। কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন মোখলেছুর রহমান। ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত ও জেলা প্রতিনিধি আনিছুর রহমান পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন। একই সময় ফাউনাডেশনের উদ্যোগে উপজেলার প্রতাপনগরে এবং জেলার সকল উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version