অশোক মুখার্জি, কলাপাড়া, পটুয়াখালী।।  পটুয়াখালীর কলাপাড়ায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে বৌনজা শের-ই-বাংলা ঘাটির আধুনিক জাহাজ বনৌজা কুশিয়ারা৷

মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  দুপুরে পায়রা বন্দরের প্রশাসনিক ভবনের টার্মিনালে জাহাজটি উন্মুক্ত করে দেয়া হয়। তাই দুপুর থেকেই জাহাজটি দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষসহ বিভিন্ন স্কুর কলেজের শিক্ষার্থীরা। বিকাল চারটা পর্যন্ত এ জাহাজট পরিদর্শনের সময় দর্শনার্থীরা নৌবাহিনীর অস্ত্র ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম ও দৈনন্দিন কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পান। এসময় নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সাধারণ মানুষের সঙ্গে বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নৌবাহিনী।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version