রফিকুল ইসলাম রনি।। প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
সকাল দশটায় কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম খানের সভাপতিত্বে ও কলেজের সহকারী শিক্ষক অঞ্জন কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিথি হিসেবে মোঃ হারুন অর রশিদ, বীরশ্রেষ্ঠ সহোদর বাচ্চু হাওলাদার, প্রভাষক মোঃ ইব্রাহীম খলিল, প্রভাষক মোঃ ইকবাল হোসেন মামুন, প্রভাষক মো: জুবায়ের আল মাহমুদ, প্রভাষক মোঃ শোয়েব আখতার প্রমুখ।
এছাড়াও কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
মোঃ হারুন অর রশিদ বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আজকের প্রজন্মের প্রধান চ্যালেঞ্জ। এজন্য শিক্ষার্থীদের সচেতন, দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়।



