জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে নবাগত এসি (ল্যান্ড) হিসেবে যোগদান করেছেন বিজয় কুমার জোয়ার্দার। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন।
৩৮ তম বিসিএস ক্যাডার বিজয় কুমার জোয়ার্দার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। যোগদানকাল এসিল্যান্ড অফিসের ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, প্রধান অফিস সহকারী আলাউদ্দীন আল মারুফ নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।



