জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রেস ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মোঃ শাহাদাত হোসেন টিটল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, নব নির্বাচিত সিনিঃ সহ সভাপতি আঃ আলিম, সহ সভাপতি হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক এস এম শরিফুল ইসলাম শরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এমডি সাইফুল্লাহ এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। হাজার হাজার দর্শক শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলার বাউল ব্যান্ড ও আশাশুনি প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version