রাজু রহমান শার্শা (যশোর) প্রতিনিধি।। যশোরে এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস এর এডাস বৃত্তি পরীক্ষার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শার্শা অঞ্চলের পরীক্ষা অনুষ্ঠিত হযেছে। যশোর এডাস কর্তৃক আয়োজিত ও পরিচালিত বিভিন্ন জেলা উপজেলায় ৯ টি কেন্দ্রে এডাস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যশোর সদর, রাজগঞ্জ, নেহালপুর, চৌগাছা, নড়াইল, তালা, কলারোয়া, নাভারণ ও পাইকগাছা কেন্দ্রগুলোতে শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ঃ৫০ টা পর্যন্ত চারটি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৯টি কেন্দ্রে মোট ১১২৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এরমধ্যে যশোর সদর ১৭২ জন, রাজগঞ্জ ৩০০ জন, চৌগাছা ১৭৭ জন, নড়াইল ৫৫ জন, তালা ৮৩ জন, কলারোয়া ৭৩ জন, নেহালপুর ৮৭ জন, পাইকগাছা ৬৪ এবং শার্শা ১১৭ জন ছাত্রী ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এডাস যশোর এর পরিচালক মোঃ আব্দুল আলিম বলেন,খুলনা বিভাগে মোট ৯ টি কেন্দ্রে ১১২৮ জন শিক্ষার্থী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতি বিষয়ে ২৫ নম্বর, চারটি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে প্রথম শ্রেণিতে৩১৮ জন, দ্বিতীয় শ্রেণীতে ২৫৮ জন, তৃতীয় শ্রেণীতে ১৯৪ জন, চতুর্থ শ্রেণীতে ১৭৩ জন ও পঞ্চম শ্রেণীতে ১৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে ও শিক্ষার মান উন্নয়নে এডাস বৃত্তি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে অভিভাবক বৃন্দ মনে করছেন,অভিভাবকরা বলেন, ছোট বয়স থেকে সন্তানরা বৃত্তির মত একটি বড় পরিসরে সাহসিকতার সাথে পরীক্ষা দিচ্ছে এটা সন্তানদের মেধার যেমন বিকাশ ঘটাবে তেমন তাদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে গড়ে তুলবে।


