কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কচুয়া বাগেরহাট ২ আসনে ব্যারিস্টার মোঃ জাকির হোসেন নমিনেশন পাওয়ায় কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে কচুয়ায় এ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর কচুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এর আয়োজনে বিকাল ৪টায় এ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, বিএনপি নেতা বেদার উদ্দিন ডাকুয়া, সরদার শাহনেওয়াজ, উপজেলা যুবদলের আহবায়ক অলিউর রসল, সদস্য সচিব শেখ মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম হাসান রাবু, কৃষকদলের আহ্বায়ক আল মামুন মুক্তি,যুবদল নেতা এমদাদুল হক মাসুদ ও সেখ সুজন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


