মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী ৩ টি মোটরসাইকেল। শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই গ্রামের দোলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমান ইয়াবা মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ। সেসময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসানকে। উদ্ধার করা হয় ১২’শ পিচ ইয়াবা। জব্দ করা হয় মাদক বিক্রি ৮ লাখ ৪ হাজার ৮’শ ৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারীতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ শিরোনাম
- ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: যুবলীগ নেতার মালিকানা নিয়ে ‘গুজব’
- কোন অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না-খুলনা বিভাগীয় কমিশনার
- মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ
- খুলনা-০৪ আসনে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সৃষ্টি করা হবে
- নাভারণে এডাস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- কচুয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
- আশাশুনির ৯ সহস্রাধিক হেক্টর জমিতে বোরো আবাদ এগিয়ে চলেছে
- কালিয়ায় অতিথি পাখি শিকার: জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি
রবিবার, ডিসেম্বর ২১ ২০২৫

