জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলার বুধহাটা টু উজিরপুর জিসি সড়কের শোভনালী ব্রীজের মুখে দীর্ঘদিনের ভাঙ্গন অবশেষে ইউপি চেয়ারম্যানের বদান্যতায় সংস্কার করা হয়েছে। রবিবার শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক উপস্থিত থেকে সংস্কার কাজ করেন। 
ব্রিজের একটি অংশে দীর্ঘদিন থেকে ফাঁকের সৃষ্টি হয়। সংস্কারের জন্য সোশ্যাল মিডিয়া ও পত্রপত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ করা হয়। কিন্তু কর্তৃপক্ষের টনক নড়েনি। ফলে ক্রমে ক্রমে ভাঙ্গনস্থানের পরিধি বাড়তে শুরু করে এবং যানবাহন দুর্ঘটনা কবলিত হতে দেখা যায়। জন গুরুত্বপূর্ণ বিবেচনা করে অবশেষে সংস্কার কাজ করা হলো। ব্রিজের ভিতরে ফাঁকা অংশে খোয়া দিয়ে পুরন করে মজবুত করা হয়। যাতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ থাকে। এই গুরুত্বপূর্ণ সংস্কার কাজটি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক নিজে উপস্থিত থেকে তদারকি করেন ও নিজেই কাজ করেন। কেবল কাজ করেই দায়িত্ব শেষ করেননি বরং প্রয়োজনীয় খোয়া সরবরাহ করেন তিনি। ফলে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারী নিরাপদ চলাচলের নিশ্চয়তা পেল।
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version