মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সাতক্ষীরা সীমান্ত সীল করে দিয়েছে বিজিবি। সীমান্তের বিভিন্নস্থানে বিজিবি চেকপোস্ট বসিয়েছে। জোরদার করেছে তল্লাসী কার্যক্রম। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বেলা ১০.৫০টায় খুলনার সোনাডাংগা আবাসিক এলাকায় এনসিপি নেতা মোঃ মোতালেব সিকদার (৪২) কে দুর্বৃত্তরা দুর থেকে গুলি করে আহত করে। তিনি জাতীয় নাগরিক পার্র্টি (এনসিপি) এর শ্রমিক উইং, খুলনা এর বিভাগীয় আহবায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক এবং খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে।

বিজিবি জানায় সংঘটিত ঘৃন্য অপরাধে জড়িত দুস্কৃতিকারী/অপরাধীকে অনতিবিলম্বে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারকল্পে নিয়মিত টহল/চেকপোস্টের পাশাপাশি অতিরিক্ত টহল এবং তল্লাশী চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও বর্ণিত ঘটনার সাথে জড়িত পলাতক আসামীরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর রিজিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সাতক্ষীরা, যশোর, চুয়াডাংগা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তে নিচ্ছিদ্র নজরদারী ও পাহারা জোরদার করা হয়েছে।

এ প্রেক্ষিতে যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশেপাশের এলাকায় ৫৭টি চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে দুস্কৃতিকারীকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে অতিরিক্ত ৮৭টি টহল পরিচালনার মাধ্যমে দুস্কৃতিকারী অপরাধীর সীমান্ত অতিক্রম রোধকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও বিশেষ প্রচার/প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version