জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আসন্ন শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা বজায় ও সার্বিক নিরাপত্তার লক্ষ্যে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খন বিভিন্ন গির্জা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন। 
রবিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি এ মতবিনিময় সভায় অংশ নেন।
উপজেলার বুধহাটা মা মারীয়া ক্যাথলিক চার্চ, জামালনগর যীশু হৃদয়ের চার্চ, বুড়িয়া ফাতেমারানীর চার্চ সহ বিভিন্ন চার্চ পরিদর্শন শেষে বড়দল ইউনিয়নের বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বড়দল কেন্দ্রের বড় ফাদার জেল ম্যাক্স ফিল্ড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান। তিনি বলেন, আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় সে লক্ষ্যে আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে উৎসবকালীন নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে টহল জোরদার ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শুভ বড়দিন কেন্দ্রিক যেকোন ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ, ইটালিয়ান ফাদার সেরজো। সভায় অন্যান্যদের মধ্যে থানার সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামান, উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার লালন সরকার, সহ-সভাপতি যাকোব আচারী, বিশ্বজিৎ মন্ডল, সদস্য সুজন সরকার, জয়দেব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version