মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের মনোনয়ন পেয়েছেন মোঃ মিল্টন মোল্যা। আজ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মনোনয়ন পাওয়ার পর মোঃ মিল্টন মোল্যা দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নড়াইল-১ আসনের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, জাতীয় পার্টির আদর্শ বাস্তবায়ন এবং এলাকার সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান।

এদিকে মনোনয়ন ঘোষণার পর স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীক বিপুল ভোটে বিজয় অর্জন করবে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version