গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। দেশীয় অসে্ত্র সজ্জিত হয়ে রাতের আঁধারে প্রতিপক্ষ ভাড়াটিয়া লোকজন নিয়ে হামলা চালিয়ে বাড়ির সদস্যদের জিম্মি করে সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে। এ সময় বাঁধা প্রদান করা হলে ভাড়াটিয়া লোকজনে ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ির লোকজনদের প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জমির মালিক আব্দুল মজিদ হাওলাদারের ছেলে বিএনপি নেতা মো. মোস্তফা হাওলাদার জানিয়েছেন-প্রতিপক্ষ ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হুমকির মুখে তার পরিবারের সদস্যরা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মোস্তফা হাওলাদার বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বিজয়পুর মহল্লায় আমি এবং আমার বোন ও বোন জামাতা ২০০১ সালে ক্রয়সূত্রে ৫২ শতক জমির মালিক হই। ২০০৪ সালে আমরা এলাকার জনগণ চলাচলের স্বার্থে তিন শতক জমি ক্রয় করে মাটি ভরাটের মাধ্যমে রাস্তা নির্মানে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করি। তিনি আরও বলেন, আমাদের বাড়ির পশ্চিমপাশে যাতায়াতের রাস্তার জায়গা রেখে বাউন্ডারী দেয়াল নির্মান করেছি। যার দৈর্ঘ্য প্রায় তিনশ’ ফুট। এমনকি বাড়ির দক্ষিণ পাশে রাস্তার জন্য এক শতক জমিসহ সর্বমোট প্রায় চার শতক জমি রাস্তার জন্য দেওয়া হয়েছে। পরবর্তীতে ২০১২ সালে পৌরসভার অনুমতিক্রমে বাড়ির চারপাশে আরসিসি পিলার করে সীমানা প্রাচীর ও পাকা ঘর নির্মাণ করা হয়। মোস্তফা হাওলাদার অভিযোগ করে বলেন-আমাদের প্রতিপক্ষের লোকজনে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখলের জন্য দেশীয় অসে্ত্র সজ্জিত হয়ে আমাদের জিম্মি করে মধ্যরাত পর্যন্ত জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন-এ ঘটনায় মো. মোস্তফা হাওলাদার বাদি হয়ে ১১ জনের নামোল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম
- রাতের আঁধারে সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়ার অভিযোগ
- মাগুরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
- নড়াইল-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মিল্টন মোল্লা
- সিএসও এবং সিটিজেনস গ্রুপ সদস্যদের তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত
- নড়াগাতী কুরআন শরিফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার
- কালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের শেষ বিদায়
- বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধান নিহত
বুধবার, ডিসেম্বর ২৪ ২০২৫



