জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জনকে এক মাস করে জেল প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নে আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জুয়ার্দ্দার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে কুল্যা ইউনিঢনের গুনাকরকাটি ব্রীজের কাছে বেতনা নদীর তীরে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রী করার অপরাধে ৩ জনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধানায় ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে জেল প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধে সক্ষম না হওয়ায় বিজ্ঞ আদালত কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে উজ্জল হোসেন, বুধহাটার আইয়ুব আলীর ছেলে হাসান ও বেকু মেশিন মালিক টাঙ্গাইলের বেতুনলোহলিয়া গ্রামের সরোয়াদ্দী মোড়লের ছেলে আইউব মোড়লকে প্রত্যেককে এক মাস করে জেল প্রদান করেন। সাজাপ্রাপ্তদের আশাশুনি থানায় সোপর্দ্ধ করা হয়েছে।


