বিশেষ প্রতিনিধি।। পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে নিজ ঘরে ঢুকে রহিমা খাতুন (৯০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পেচাকোলা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি কবিরাজি পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাগরিবের আজানের সময় রহিমা খাতুন রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে নিজ বাড়ি থেকে দৌড়ে পাশের আঃ হানিফের বাড়িতে পৌঁছান। পরে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা হত্যাকাণ্ডের আগে রহিমা খাতুনের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। তাদের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। তবে কেউ কেউ মনে করছেন, রহিমা খাতুন হামলাকারীদের চিনে ফেলায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান,হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version