তেরখাদা প্রতিনিধিঃ সোমবার ৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে তেরখাদায় নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী গতকাল বিকেলে উপজেলা সদরের কাটেঙ্গা ও জয়সেনা বাজার এলাকা ও আশপাশ এলাকায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে সহকারী কমিশনার এস এম নুরুন্নবী বিভিন্ন স্থানের দেয়ালে, গাছে, বৈদ্যতিক পিলারে এবং বিভিন্ন স্ট্যান্ডে লাগানো অননুমোদিত পোস্টার ও ব্যানার অপসারণ করেন। উপজেলা সহকারী কমিশনার এস এম নুরুন্নবী জানান, নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে গিয়ে বিভিন্ন স্থানে দেয়ালের গায়ে, বিদ্যুতের পিলারে, স্ট্যান্ডে এবং গাছে টাঙ্গানো দেখা যায় অননুমোদিত পোস্টার, প্যানাপ্লেক্স ও ব্যানার। যা অপসারণ করা হয়। তিনি বলেন, এদিনে কাউকে কোনো জরিমানা বা দন্ড প্রদান করা হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান হয়।
সংবাদ শিরোনাম
- “আগে গুলি”পরে প্রশ্ন, গ্রিনল্যান্ড নিয়ে হুঁশিয়ারি ডেনমার্কের
- পাবনা-১ সাঁথীয়া-বেড়া ও ২ সুজানগর -বেড়া আসনে নির্বাচন স্থগিত
- মাইনরিটি জনতা পার্টির পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনা কমিটি গঠণ
- তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে মেডিকেলে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা
- আশাশুনির শিশু আলভী ৪ দিন নিখোঁজ
- আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী সাইবার দল গঠন
- কালিয়ায় প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ
- আল কাশেম আইডিয়াল ইনস্টিটিউটে পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
শুক্রবার, জানুয়ারি ৯ ২০২৬


