
মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সরকারি মাহতাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ। কালীগঞ্জের ইতিহাসে এটিকে অন্যতম বৃহৎ প্রকাশনা ও পিঠা মেলা হিসেবে আখ্যায়িত করছেন আয়োজকরা। মেলাটি রবিবার ও সোমবার এই দুই দিন চলবে।মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামবাংলার পিঠা, ইসলামী সাহিত্য, প্রকাশনা স্টল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজন দেখা যায়। সকাল থেকে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ ছিল মুখরিত।সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখার ছাত্র শিবির সভাপতি হুসাইন আহমেদ বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও মননশীল বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ বলেন, এই প্রকাশনা ও পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তোলা এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া। একই সঙ্গে বই ও প্রকাশনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করাই এই মেলার লক্ষ্য।মেলার সার্বিক ব্যবস্থাপনায় সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।


