বরিশাল অফিস :- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি, বীর মুক্তিযোদ্ধা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ, সন্তানহারা শহীদ জননী মরহুমা সাহান আরা বেগমের মরাদেহ সোমবার সকাল সাড়ে আটটায় বরিশাল নগরীর গোরস্থান সংলগ্ন মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করে নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে।
জানাজার নামাজে মরহুমার স্বামী মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, জেষ্ঠ পুত্র বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমানসহ আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের স্বল্প সংখ্যক নেতাকর্মীসহ নগরীর বেশ কিছু গন্যমান্য ব্যাক্তিরা অংশগ্রহন করেন।
মরহুমার জানাজায় অংশগ্রহনের জন্য দলমত নির্বিশেষে প্রচুর মানুষ জানাজাস্থলের দিকে যাত্রা করলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা করোনার সংক্রমনরোধে জানাজাস্থলের দিকে না যাওয়ার অনুরোধ করেন। এর আগে রাত তিনটায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চত্বরে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সাহান আরা বেগম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (পূর্ণ মন্ত্রী পদমর্যাদা), বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা।