শাহজাহান সরকার, ভ্রাম্যমান প্রতিনিধি, পাবনা :- নির্মান কাজে অগ্রগতিতে আরও একধাপ এগিয়ে পাবনা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প।
সম্প্রতি দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর বিল্ডিং-এ স্থাপনার কাজ সমাপ্ত হয়েছে সাপোর্ট ট্রাস।
সাপোর্ট ট্রাস একটি ধাতব কাঠামো যার অনেকগুলো রেডিয়াল ব্যাসার্ধীয় ভিম রয়েছে। এটি রিয়্যাক্টর পিট যন্ত্রপাতিগুলোর মধ্যে অন্যতম এবং যার কাজ হলো রিয়্যাক্টর ভেসেলকে ভূমিকম্পসহ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়ভাবে ধরে রাখতে পারা।
এটি এমনভাবে তৈরি যাতে রিয়্যাক্টরের পুরো কার্যকাল ৬০ বছরের অধিক সময় ধরে উচ্চতাপ ও রেডিয়েশন সহ্য করার ক্ষমতা রাখে। পরবর্তী ধাপে রিয়্যাক্টর পিটে কংক্রিট ঢালাইয়ের পর ‘থ্রাস্ট ট্রাস’ স্থাপন করা হবে।
সাপোর্ট ট্রাস’ স্থাপন ২০২০ সালের জন্য নির্ধারিত মাইলফলকগুলোর একটি নির্ধারিত সময়ের ১৬ দিন পূর্বেই এ কাজ সম্পন্ন হলো। প্রথম ও দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী এগিয়ে চলছে।
প্রকল্পে ১২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট থাকবে। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে ৩+ প্রজন্মের অত্যাধুনিক রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বিষয়গুলো অবহিতি করেন।