বাংলার মানে
মু: শাহাবউদ্দিন মৃধা
বাংলার মানে সুজলা-সুফলা-শস্য- শ্যামলা লাল – সবুজের খেলা ।
বাংলার মানে গ্রামে – গঞ্জে পৌষ -পার্বণের মেলা ।
বাংলার মানে হাসন- লালন জয়নুলের ঠেলা গাড়ি ।
বাংলার মানে আব্দুল আলীম আব্বাসউদ্দিনের ভাটিয়ালি জারী – সারি ।
বাংলার মানে রবি ঠাকুরের অমর কবিতা নজরুলের সাম্যের গান গাওয়া । বাংলার মানে জীবনানন্দের ধানসিঁড়ি জসিমউদ্দিনের নিমন্ত্রণে যাওয়া ।
বাংলার মানে ২৬ মার্চ,১৬ ডিসেম্বর বাংলার মানে ফেব্রুয়ারির গান। বাংলার মানে একসাথে রবে হিন্দু – মুসলিম – বোইদ্ধ ও খ্রিষ্টান ।
বাংলার মানে রমজান মাসে রাম-রহিম-জন মিলে একসাথে ইফতারি । বাংলার মানে বড়দিন-পূজা-পূর্ণিমা – ঈদে এ যায় ওর বাড়ি ।
বাংলার মানে সর্ষে ইলিশ সজনে -কলমি শাক।
বাংলার মানে অসাম্প্রদায়িক মেলা সবার প্রিয় পহেলা বৈশাখ ।
বাংলার মানে জয়বাংলা পদ্মা-মেঘনা-যমুনার কলতান। বাংলার মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের বজ্রকন্ঠের গান।
মু: শাহাবউদ্দিন মৃধা
আষাঢ়ের প্রথম দিনে
কদম ফুলের হাসি ।
আকাশে রঙের খেলা
বৃষ্টি বাজায় বাঁশি ।
আমাদের কষ্টগুলো
জমাট বেধে আছে।
মুষল ধারে বৃষ্টি এসে
দাওনা দুঃখ মুছে ।
আষাঢ়ের বৃষ্টি দেখ
আসে সবার ঘরে ।
দুষ্টু মানুষ সব কিছুতেই ভাগাভাগি করে ।
ছোট-বড়, সাদা-কালো
বিভেদ কেন রাখো ।
মানবতার চোখ দিয়ে
সব সমান করে দেখ।
মানবতা কাঁদছে দেখ
মেঘের চোখ দিয়ে ।
তবু কিছু মানুষ কেন
থাকে অন্ধ হয়ে ?
নষ্ট ডিমে বাচ্চা হয়না
এটা সবাই মানে ৷
নষ্ট ফুলে হয়না মধু
মৌমাছি তা জানে ৷
কর্মস্থল নষ্ট হলে নিরীহদের বাশ ৷
টাউটেরা আঙ্গুলফুড়ে
হয় কলা গাছ ৷
হাসপাতাল নষ্ট হলে
রোগীর হয় মরণ ৷
শিক্ষালয় নষ্ট হলে
জাতির মেধা হরণ ৷
ব্যবসায়ীরা নষ্ট হলে
পণ্যে দেয় ভেজাল ৷
প্রশাসন নষ্ট হলে
নীতি টালমাটাল ৷
বুদ্ধিজীবী নষ্ট হলে সরকারের গান গায় ৷
ধর্ম নিয়ে ব্যবসা হলে
যুদ্ধ বেঁধে যায় ৷
রাজনীতি নষ্ট হলে
প্রজার কষ্ট বাড়ে ৷
বিচার বিভাগ নষ্ট হলে বিশ্বাস কেঁদে মরে ৷
স্বামী নষ্ট হলে
সংসারে নাই সুখ ৷
স্ত্রী নষ্ট হলে
বার মাসই দু:খ ৷
সন্তানেরা নষ্ট হলে মা-বাবার কষ্ট!
দোহাই লাগে সন্তানেরা
হইও না পথভ্রষ্ট ৷