অনুরাধা-৪
.…আল মামুনুর রশীদ
এ পথ তোমার চেনা, পরিচিত অনেক দিনের
তাই চলো না বন্ধু! তুমি-আমি…
ডামডিম ষ্টেশন পেড়িয়ে ওদলাবাড়ি….
অত:পর মদেসিয়াদের সাথে ক্ষণিকালয়ে
যাযাবর জীবনের উপলব্ধি করি।
কুর্তি নদী পাড় হয়ে ঐ তো চালসা…
পাহাড়ি কুর্তি; যার কাছে তুমি ঋণী।
কতদিন উর্বশী দেহটা ভিজিয়েছো?
এনেছো পুজো’র জল।
বন্ধু! আমি পাহাড় প্রিয়……..তাই
মেটেলী চা বাগান পেছনে ফেলে কুমাই,
ঝালংয়ে এক কাপ চা। দু’জনে সবুজ মাড়িয়ে
ধাপগাঁও। সামনে…. দলগাঁও……।
যদি দেখা পাই টো-টো; ছবি তুলে নেবে ঝটপট।
এরপর, তোমার জলঢাকা! প্রিয় জলঢাকা নদী!!
মৌনতায় দৃষ্টি মেলে সামনে…..
দু’জনে অপার্থিব সৌন্দর্যে……….।।