রাঙা প্রভাত ডেস্ক:- করোনার কারণে পিছিয়ে দেয়া হয়েছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন। পরবর্তী নব্বই দিনের মধ্যে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
রোববার দুপুরে কমিশন সচিব মো. আলমগীর এসব কথা জানান। একইসাথে বন্যার কারণে সিরাজগঞ্জ-১ আসনের ভোট পিছিয়েছে বলেও জানান তিনি। তবে পাবনা-৪ আসনে ভোট নেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।
তফসিল অনুযায়ী এ আসনে ভোট গ্রহণ ২৬ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল করা যাবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। কমিশন সচিব জানান, নির্বাচনী প্রচারণায় জনসভা, পথসভা ও মিছিলসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন না প্রার্থীরা। এছাড়া তফসিল দেয়া না হলেও ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে আগামী ১৭ অক্টোবর ভোটের কথা জানান কমিশন সচিব।