ব্যথার বাসর ঘর
-মাসুমা আহমদ মিনি
কেন স্বপ্নে এসে ডেকে তোলো
আমার ঘুম ভাঙাও,
কেন বিষন্নতার বিষ দিয়ে
আমার মন রাঙাও
ভুল করে আর এসোনা এদিক,
আমিও খুঁজবো না দিগবিদিক।
নদীর স্রোত হয়েছে চুপ
বড়ো অভিমান
ফুল গুলি সব করছে ব্রত
নিস্তব্ধ বাগান
মেঘে মেঘে গুমোট পৃথিবী,
গ্যালারীতে তুমি এখন মুছে যাওয়া ছবি।
তুমি আমি দুজন মিলে
মৌন এক আকাশ,
তুমি আমি শান্ত বিকেল
প্রসন্নতায় বাস।
বিষন্ন এক বীণায় বন্ধি গান,
ভিষণ জোরে দিচ্ছে সুরে টান।
তুমি আমি একই তটে
মুখ ফিরিয়ে মন
একই ফ্রেমে ছবি এঁটে
দু দিকে দুইজন।
নদীর বুকে জাগছে ভুলের চর
নিত্য সাজাই ব্যথার বাসর ঘর।