বৃষ্টির সাতকাহন
-সুখেন মন্ডল
বৃষ্টি নামছে শহরের বুকে
বৃষ্টি নামছে মনে ,
বৃষ্টি নামছে পথে প্রান্তরে
বৃষ্টি চোখের কোণে।
বৃষ্টি নামছে পুব পশ্চিমে
বৃষ্টি উত্তর দক্ষিণে ,
বৃষ্টি নামছে লেখা কবিতায়
বৃষ্টি যে ক্ষনে ক্ষনে।
বৃষ্টি নামছে আকাশ ভেঙে
বৃষ্টি তে ভাসে দেশ ,
বৃষ্টি আমেজ অট্টালিকায়
বৃষ্টিতে ওরা বেশ।
বৃষ্টি নামছে টাপুর টুপুর
বৃষ্টি তে এলো বাণ,
বৃষ্টি তে ডোবে চাষের ফসল
বৃষ্টি তে কাঁদে প্রাণ।
বৃষ্টি তে কারো ঢাকে না মাথা
বৃষ্টি তে কেউ খুশি ,
বৃষ্টি তে কারো ভাসে ঘরবাড়ি
বৃষ্টি তে বাণভাসি ।
বৃষ্টি এলে আমার ঘরেও
জল টুপ টাপ পড়ে,
বৃষ্টি তে আমি বড় অসহায়
কেই বা বুঝতে পারে।
কলকাতা, ভারত।