নিজস্ব প্রতিবেদক:- রহমতপুর ইউনিয়নে ক্ষুদ্র মৎস্য সমিতির উদ্যোগে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের সচেতনতামূলক সভা বিভিন্য স্থানে আয়োজন করা হয়।
সভায় উপস্থিতি ছিলেন উপজেলা ফিল্ড অফিসার (মৎস্য) জামাল হোসেন, মেরিন ফিশারি সহকারী হুমায়ুন কবির, এবং রহমতপুর ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আমির জোমাদার এবং সম্পাদক শাহজাহান বেপারী ও স্থানীয় জেলে
১১/১০/০২০ই রবিবার সকাল ১০টায় বাবুগঞ্জ খেয়াঘাট, বাবুগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে এ সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ই অক্টোবর থেকে ৪ই নম্বেবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন।
তাই এই সময়ে মা ইলিশের আহরণ না করার বিশেষ ভাবে অনুরোধ করেছেন উপজেলা ফিল্ড অফিসার (মৎস্য) জামাল হোসেন।
তিনি আরো বলেন, বিশেষ ভাবে অনুরোধ কারার পরও যদি আপনারা এই সময়ে মা ইলিশ স্বীকার করেন তাহলে আমরা কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করবো।
এমনকি আপনাদের সর্বোচ্চ এক থেকে দুহ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হবে ।
তাই আপনার এই ২০দিনে ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নিয়ে। আপনার ২বছর কারাদণ্ড হলে আপনার পরিবারের কি অবস্থান হবে ভেবে দেখুন।
রহমতপুর ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি বলেন আপনারা ইলিশ প্রজননের সময় মা ইলিশ স্বিকার করবেন না, আপনাদের কাছে অনুরোধ রহলো।
এই ইলিশ প্রধান প্রজননের সময় মা ইলিশ স্বিকার না করার জন্য সরকার কতৃক আপনাদের জন্য খাবার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। তারপরও যদি আপনার আইন অমান্য করেন তাহলে আপনাদেরকে ধরে আইনের হাতে তুলে দেওয়া হবে।