চুল মানুষের সৌন্দর্যের প্রতীক। তাই সবাই চুলের যত্ন নিতে ব্যস্ত। আজকাল অনেক পুরুষদের মাথায় টাক দেখা যায়। সুশ্রী চেহারা বিশ্রী করে দেয় টাক।
এ সমস্যা সমাধানে যেসব হোমিওপ্যাথি ঔষুধ ব্যবহার করা যায়।
১। বোকা, সৃতি শক্তি কম, শীত কাতর রোগিদের জন্য- ব্যারাইটা কার্ব।
২। হস্তমৈথুন, সপ্ন দোষ কিংবা প্রসাবের সাথে শুক্রপাত হয়। শরীল দুর্বল হয় এদের জন্য- সেলিনিয়ন।
৩। এছাড়া লক্ষণ বেদে যে ঔষুধ গুলো ব্যবহার করা হয়- লাইকোপডিয়াম, আর্সেনিক এলব, টেলিউরিয়ম, ক্যালকেরিয়া ফস ইত্যাদি।
এছাড়াও জ্যাবোরান্ডি মাদার টিংচার এ ঔষুধটি নারিকেল তৈলের সাথে ব্যবহার করলে টাক মাথায় চুল গজায়।
উপেদশ:- পুষ্ঠিকর খাবার খাবেন। ঠাণ্ডা পানিতে গোসল করবেন। সাবান ব্যবহার করবে না। রিটা ফলের ফ্যানা দিয়ে মাথা ধুয়ে নিবেন।
পরামর্শক
ডাঃ মোর্শেদা বিনতে আলমগীর।
বি.এস.এস (অনার্স), এম.এস.এস।
ডি.এইস.এম.এস. (ঢাকা)
উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত (মা ও শিশু)
আগরপুর, বাবুগঞ্জ, বরিশাল।
মোবাইল নং- ০১৭২০৩৬০৫৪৯