মোঃ হোসেন আলী, কোটালীপাড়া :-
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে প্রনোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় কোটালীপাড়ার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ধান, গম, সরিষা, ভূট্টা,মশুর, খেসারী, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, পিঁয়াজ, মরিচ ও টমেটোর বীজ এবং রাসায়নিক সার বিতরণের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।
সভাপতি মহোদয় নির্বাচিত আগত চাষীদের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বক্তব্যকালে বলেন প্রনোদনার আওতায় ১০৪০ জন এবং পূনর্বাসনেরর আওতায় অত্র উপজেলায় ১৬২৫ জন মোট ২৬৬৫ জন কৃষক/ কৃষানীর মাঝে এই কর্মসূচীর আওতায় পর্যায়ক্রমে উক্ত ফসলের বিপরিতে সরকারীভাবে বরাদ্দ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মিলন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে,জন প্রতিনিধি, উপ সহকারী কৃষি অফিসার বৃন্দ, নির্বাচিত কৃষক/ কৃষানী ও মিডিয়ার ব্যক্তিবর্গ।