চলো বদলাই
আহসান হাবিব
পৃথিবী সৃষ্টি করেছেন মাবুদ মাওলা একজনা
আঠারো হাজার মাখলুকাতের মধ্যে আল্লাহ্
আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছেন দুনিয়ায়,
আবার তাঁর নিয়মেই চলেযেতে হবে।
ক্ষনিকের এই দুনিয়া স্বার্থের লোভে পড়ে
ভুলে যাই আমাদের শ্রেষ্ঠত্বের কথা ভুলে যাই মাবুদ মাওলাকে, মানুষ হয়ে মানুষের সাথে করে থাকে প্রতিনিয়ত প্রতারণা।
সহজ সরল মানুষেরা মানুষকে ভালোবেসে
আপন ভেবে খুব সহজেই বলে ফেলে জীবনের সুখ দুখের কথা,স্বার্থের কারণে দুর্বলতার সুযোগ নিয়ে মুছে দেয় পবিত্র ভালোবাসার সম্পর্ক।
মানুষ হয়ে মানুষের প্রতি থাকে না ভালোবাসা
থাকে না সামান্য ভুলের ক্ষমার দৃষ্টি
হায়রে মানুষ কি হবে এই ধন-দৌলত দিয়ে?
আসুন সৃষ্টি কর্তাকে স্মরণ করে মানুষ হয়ে মানুষের মধ্যে ভালোবাসা বাসির সৃষ্টি করি।
ভাষা দর্শন
আহসান হাবিব
__________________
ভুল বানানের তোড়ে
সদাই মাথা ঘোরে
কেমন করে বাংলা শিখি
মনের মত করে।
দেখছি বসে বসে
লিখছে সবাই কষে
দেখিয়ে দিলে ভুলটা কারো
ফুঁসছে ক্ষোভে রোষে।
অনেক ব্যথা মনে
জাগছে ক্ষণে ক্ষণে
ভাষার বুকের কান্না দেখে
এবার যাব বনে।