অনলাইন ডেস্ক।। নাসার আগেই চাঁদে মহাকাশযান চ্যাং-ই৫ নামিয়ে চীন অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। এবার চীন ঘোষণা করেছে প্রায় দুই কেজি চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরছে চন্দ্রযান চ্যাং-ই৫।
প্রায় ২ কিলোগ্রাম মাটির চ্যাং-ই৫ ভরে নিয়ে গত রবিবার (১৩ ডিসেম্বর) পৃথিবীর পথে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এরপর চাঁদের চারপাশে চক্কর কাটতে কাটতে ২২ মিনিটের মধ্যে চারটি ইঞ্জিন চালু করে যাত্রা শুরু করে।
পৃথিবীতে আসতে সময় লাগবে মাত্র তিন দিন। মূলত উত্তর চীনে নামবে ওই চন্দ্রযান। আমেরিকা ও রাশিয়ার পর এবার চীনও শুরু করতে চলেছে চাঁদের মাটি নিয়ে গবেষণা। প্রসঙ্গত, গত শুক্রবার (১১ ডিসেম্বর) চীনের মহাকাশ সংস্থা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছে। সেখানেই তারা জানিয়েছে চাঁদের মাটিতে চীনের পতাকা ওড়ানো হয়েছে৷