নিজস্ব প্রতিবেদক,খুলনা।। এবার প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর’র এ্যাওয়ার্ড ২০১৯ প্রদান করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) আয়োজিত ওয়েবিনারে আলোচনা সভা চলাকালে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত এ্যাওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০১৯ সালের জন্য বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন এবং রসায়ন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো: খায়রুল আমীনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রাপ্তদের সম্মাননা হিসেবে পঞ্চাশ হাজার টাকা মূল্যের চেক, একটি পদক ও একটি সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপ-উপাচার্য ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন, রেজিষ্টার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনেকে অনলাইনে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে এই সম্মানজনক ভাইস চ্যান্সেলর’র এ্যাওয়ার্ড প্রবর্তণ করা হয়েছে।