আশায় ভুবন চলে
শেখ আব্দুল খালেক
শেখ আব্দুল খালেক
আশায় জীবন আশায় স্বপন
আশায় ভুবন চলে,
আশার আকাশ রঙিন তারায়
হৃদয় মানিক জ্বলে।।
আকাশ পাতাল সাগর পাহাড়
জয়ের নেশায় ছুটি,
আশার আলোয় বিভোর হয়েই
সকল বাঁধাই টুটি
ভোরের সুরুজ রঙিন ধরায়
জাগায় হাসির ছলে।।
রঙিন আশায় পাখীর কূজন
মুখর করে সে বন,
আশার আলোয় গানের কোকিল
ব্যাকুল করে যে মন।
আশার স্বপন করিস বপন
ধরায় সকল কাজে,
বাহিরে পানেই থাক না ধূসর
ভিতর রাঙাও সাজে
আঁধার ভুবন আলোয় ভাসাও
ধরায় খেলার ছলে।।
তারিখঃ ৯/১২/২০ ইং