রাঙা প্রভাত ডেস্কঃ ভয়াবহ কুয়াশায় ছেয়ে যায় ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চল। দেখে মনে হচ্ছিল যেন কোথাও বড় কোনো আগুন লেগে ছড়িয়ে পড়েছে ধোয়া। সোমবার ০৪ জানুয়ারি টাইম অব ইসরাইয়েলসহ দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমে ফলাও করে এ খবর প্রকাশ করা হয়।
এর একদিন আগে সংবাদ সংস্থা এপি’তে প্রকাশিত ড্রোন ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশ থেকে কুন্ডলী পাকানো ধোয়ার মতো কুয়াশা ঢেকে ফেলেছে। ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিবের বেশিরভাগ অংশ এবং পাশের রামাত গানস্ এলাকার নিচু নিচু ভবনের পাশাপাশি আকাশচুম্বি টাওয়ারও।
আবহওয়াবিদরা হঠাৎ নেমে আসা এমন কুয়াশা দেখে বিস্ময় প্রকাশ করেন।
তারা বলেন, শীতকালেও ইসরায়েলে এমন ঘটনা সচরাচর চোখে পড়ে না। রোববার বিকেল পর্যন্ত স্থায়ী হওয়া কুয়াশা থেকে শহর যখন মুক্ত হয় তখন আবহাওয়াবিদরা জানান, তারা আশঙ্কা করছিলেন কুয়াশা থাকবে সোমবার সকাল পর্যন্ত। তেল আবিব হচ্ছে ইসরায়েলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র এবং বিজ্ঞান আর প্রযুক্তির সূতিকাগার। সাড়ে চার লাখ জনসংখ্যা নিয়ে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবের আয়তন ৫২ বর্গ কিলোমিটার।