“আমি আসবো “
———–মনিরুজ্জামান।
ভালবাসিতে মন ছুটিছে অনন্ত ভঙ্গিতে।
আমি আসবো তোমার ছোট্র স্বপ্নীল-
বাসনা পুরিতে।
তুমি অপেক্ষায় থেকো নন্দিনী।
প্রতিনিয়ত কত কথা জমা হয় এ বুকে
অজানা কোন অভিমানে-
কোথাও প্রাচীর দিওনা এঁকে
তোমার,আমার মাঝ বরাবর।
একগোছা রজনী গন্ধা নিয়ে হাতে
টিয়া রঙের শাড়ি পরে অপেক্ষায় থেকো
আমি আসবো।
সেই চঞ্চল হাওয়ার মৃদু কম্পনে
হাস্নাহেনা ফুলের সাদা ধবধবে পাঁপড়ী
ঝরে পড়ে তোমার হাঁসিতে।
আজও তা মনে পড়ে ক্ষনে ক্ষনে।
তোমাকে দেখলে নয়ন ঝলসে যায়।
কতো রূপ আর তেজদ্বীপ্ততা
এ যেন কৃষ্ণচুড়ার রঙের মেলা।
আমি মুগ্ধ নন্দিনী তোমার অনন্ত
প্রেমময়ী রূপ দর্শনে।
তুমি অপেক্ষায় থেকো আমি আসবো।