বিশেষ প্রতিনিধি।। কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন। এই ধাপে পাবনার ৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিএনপি মনোনীত প্রার্থীদের অভিযোগের মধ্যে দিয়েই শেষ হয়েছে প্রচার প্রচারণা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বলেন, বিএনপি নির্বাচনে পরাজয় জেনে নির্বাচন বানচালের জন্য এই মিথ্যাচার করেছে।
দ্বিতীয় ধাপে পৌরসভার নির্বাচনে পাবনার ঈশ্বরদী, সাঁথিয়া, ভাঙ্গুড়া ও ফরিদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফরিদপুর পৌরসভায় ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চার পৌরসভার মধ্যে ভাঙ্গুড়া পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রাথির্তা বাতিল হওয়ায় পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন এমপির পুত্র আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম হাসনায়েন রাসেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষনা করেছেন নির্বাচন কমিশন।
ঈশ্বরদী পৌরসভার আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে ইছাহাক মালিথা, সাঁথিয়ায় মাহবুবুল আলম বাচ্চু, ফরিদপুরের বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ আর বিএনপির মনোনয়ন নিয়ে ঈশ্বরদীতে রফিকুল ইসলাম নয়ন, ফরিদপুরে এনামুল হক ও সাঁথিয়ায় সিরাজুল ইসলাম সিরাজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে এই সব পৌরসভায় ভোটগ্রহণ এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।