এলিসন সুঙ, মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অধীনস্থ সেন্ট যোষেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল কাথলিক মিশনের নটরডেম জুনিয়র হাই স্কুল হলরুমে ২৪জানুয়ারি রবিবার সকাল১১টায় সভাটি অনুষ্ঠিত হয়েছে। এই আর্থিক প্রতিষ্ঠানের সদস্য সদস্যাগণ দলে দলে সমবেত হয়ে সভায় অংশগ্রহণ করেন। সমবায় আইন ও এই ক্রেডিট ইউনিয়নের নীতিমান অনুসারে মোট সদস্য সংখ্যা পাঁচ ভাগের এক ভাগ সদস্য সাধারণ সভায় উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়।৫৫৫জন সন্মানীত ক্রেডিত সদস্য সভায় উপস্থিত থাকায় কোরাম পূর্ণ হওয়ার কারণে সভাটি আরম্ভ করা হয়।ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার ডমিনিক সরকার রনি সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান ফাঃ নিকোলাস বাড়ৈ সিএসসি প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন দি কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড লীগ অব বাংলাদেশ (কালব্) চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা যোনাস ঢাকী বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন তুমিলিয়া ক্রেডিট ইউনিয়নের সিও স্তিফেন রোজারিও,শ্রীমঙ্গল উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও নটরডেম হাই স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল ফাদার প্লাস্টিড প্রশান্ত রোজারিও মৌলভীবাজার জেলা কালব্ ম্যানেজার পংকজ রোজারিও ক্রেডিট ইউনিয়ন ভাইস-চেয়ারম্যান পিয়ুষ নানোয়ার সেক্রেটারি সামুয়েল হাজং, ব্যবস্থাপনা কমিটি ও উপ-কমিটি সদস্যবৃন্ধ।