শাহজাহান সরকার,বিশেষ প্রতিনিধি: বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন ধরে শয্যসায়ী ১৩০ বছর বয়সী দাদী তালেমন বেওয়া। নাতি-নাতনিরা তাকে বিছানাতেই খাওয়া-দাওয়ার ব্যাবস্হা করে থাকেন। তাতে কি হয়েছে, ভোট তো দিতেই হবে। ভোট দেওয়ার জন্য বায়না ধরলেন নাতির কাছে। তাই দাদির আবদার মেটাতে শেষ পর্যন্ত কোলে করে নিয়ে পৌর নির্বাচনের ভোট কেন্দ্রে এসেছেন নাতি আব্দুস সামাদ। বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত আমজাদ খানের স্ত্রী তালেমন বেওয়া। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তালেমন বেওয়া। ভোট দেওয়া শেষে তালেমন বেওয়া বলেন, বাবারে আমার বয়স হইছে, যে কোনো সময় আল্লাহ নিয়া যাইবো। আর কখনো ভোট দিতে পারবো কি-না জানি না। তাই ভোট দিতে আইসলাম। নাতি আব্দুস সামাদ বলেন, দীর্ঘদিন ধরে দাদি খুব অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। নির্বাচনের কথা শুনেই ভোট দিতে যাওয়ার জন্য বায়না শুরু করলেন। অনেক বোঝানো সত্ত্বেও তিনি ভোট দেওয়ার ব্যাপারে অটল ছিলেন। শেষ পর্যন্ত কোলে করে নিয়ে ভোট দিতে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেড়ে দাদি খুব খুশি। আল্লাহর কাছে দোয়া চাই দাদি যেন আরও সামনের কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন।
ধুনটে নাতির কোলে চড়ে কেন্দ্রে ভোট দিলেন ১৩০ বছর বয়সী তালেমন বেওয়া
Previous Articleশেরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
Next Article নিজকন্যা শিশুকে গলা কেটে হত্যা করেছে মা