নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনার পাইকগাছায় সরকারি জায়গায় নির্মাণাধীন আরো ছয়টি অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল উপজেলা প্রশাসন। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী আলমতলা-গড়ইখালী সড়কের ওয়াপদা রাস্তার পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর নির্মাণাধীন ছয়টি অবৈধ স্থাপনা সম্পূর্ণ ভেঙ্গে দিয়ে তা উচ্ছেদ করেন।
এলাকার কতিপয় ভূমি দখলদার সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাদেরকে নিষেধ করা হলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রাখে দখলদাররা। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অভিযান চালিয়ে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা-গড়ইখালী সড়কের বাইনতলা বাজার সংলগ্ন, খড়িয়া ও মিনহাজ বাজার এলাকায় নির্মাণাধীন ৬টি অবৈধ প্রতিষ্ঠান সরকারি লোকজন দিয়ে সম্পূর্ণ ভেঙ্গে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন। এর আগেও সোলাদানা ও দেলুটি এলাকার কয়েকটি নির্মাণাধীন প্রতিষ্ঠান ভেঙ্গে দেন ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী।