গৌরনদী প্রতিনিধি :- বাল্যবিবাহ, নারী-শিশু নির্যাতন ও করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা ইয়ুথ ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।
রবিবার সকালে স্থানীয় সিসিডিবির হলরুমে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস এবং এইড এর যৌথ আয়োজনে ও ইউএনডিপি’র হিউম্যান রাইটস্ এ্যান্ড জাস্টিস প্রোগ্রামের সহযোগিতায় ইয়ুথ ফোরাম গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল।
এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আভাসের প্রজেক্ট অফিসার মোঃ আলী আহসান, নাসরিন খানম। শেষে সর্বসম্মতিক্রমে স্বপ্না দাসকে আহবায়ক এবং মোসাঃ ফাতেমা আক্তারকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা ইয়ুথ ফোরাম গঠণ করা হয়।