রফিকুল ইসলাম রনি, বরিশাল :- প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি ঘটেছে বরিশালের বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউপিতে নৌকার। নৌকার প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।
উপজেলার চার ইউপি নির্বাচনে জাহাঙ্গীর নগর ইউপিতে এভিএমএ ভোট হওয়ায় ভোটারের উপস্থিতি ছিল খুব বেশি। শান্তিপূর্ণভাবে নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক নির্বাচনে দায়িত্ব পালন করেন।
জাহাঙ্গীর নগর ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের প্রার্থী নিয়ে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ হাজার ৬ শ’ ৭৯ ভোট পেয়ে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা প্রতীকে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩ হাজার ৯ শ’ ৭৫ ভোট।
আওয়ামী লীগ দলীয় একাধিক নেতৃবিন্দ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় নৌকা প্রতীকের প্রার্থীর বিশাল ভরাডুবি হয়েছে। এতে করে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নৌকা প্রতীকের পরাজয়কে কোনোভাবেই মানতে পারছেন না আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী।