রাঙা প্রভাত স্পোর্টস ডেস্ক।। রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। আর কোপা আমেরিকায় বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা।
স্থানীয় সময় সোমবার রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার) বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।
মেসি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড ভেঙেছেন। আজকের ম্যাচে তিনি দুটি গোল নিজে করেছেন। আরেকটিতে সহযোগিতা করেছেন। আর এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ডটি গড়েছেন। তিনি ১৪৮তম ম্যাচে গোল করেছেন ৭৫তম।
এ দিন ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডান দিক থেকে মেসির দারুণ ফ্রি কিকে লাফিয়ে বল জালে জড়িয়ে এগিয়ে নেন গোমেজ। এর ৪২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্বয়ং মেসি। দলের তৃতীয় গোলটিও করেন মেসি। বিরতি পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে ছিল ৩-০ গোলে।
বিরতির পর খেলার ৬০ মিনিটের মাথায় আর্জেন্টিনা জালে বল জড়িয়ে একটি গোল শোধ করে বলিভিয়া।
ম্যাচের ৭০ মিনিটের মাথায় মেসির সহযোগিতায় চতুর্থ গোলটি করেন মার্টিনেজ।
এরপর আর গোল হয়নি।
আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনে আর্জেন্টিনা। আগের ম্যাচের ছয়জনকে আজ রাখা হয়নি। তারা হলেন এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার লুকাস মার্টিনেজ কোয়ার্তা, মিডফিল্ডার জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পেরেদেস, ফরোয়ার্ড জোয়াকিন কোররেয়া ও লাউতারো মার্টিনেজ।
এবারের কোপার শুরুটা খুব ভালো হয়নি মেসিদের। প্রথম ম্যাচে তারা ড্র করে চিলির সাথে। তবে
গত ১৫ জুন চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে কোপা আমেরিকার মিশন শুরু করে আর্জেন্টিনা। পরের দুই ম্যাচে উরুগুয়ে এবং প্যারাগুয়ের বিপক্ষে জিতে শেষ আট নিশ্চিত করে দলটি।