রাঙা প্রভাত অনলাইন ডেস্ক।। ভয়াবহ দাবানলের কারণে তুরস্ক খুবই আতঙ্কের মধ্য দিয়ে গেছে প্রায় ১২ দিন। এই সময়ে তুরস্কের মোট ৪৭টি প্রদেশে ২৪০টি নিয়ন্ত্রণহীন দাবানলের খবর পাওয়া গেছে। তবে আশার কথা হচ্ছে, তুমুল বৃষ্টিতে নিভে এসেছে বেশিরভাগ বনাঞ্চলের আগুন।
তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত রবিবার থেকে দক্ষিণ তুরস্কের বিভিন্ন প্রদেশে বৃষ্টিতে আগুন নিভে আসতে শুরু করে।
এতে বর্তমানে দক্ষিণাঞ্চলীয় মুগলা প্রদেশের মিলাস ও কোয়জেয়িজ ছাড়া বাকি সব দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাকি থাকা এই দুইটি দাবানলের আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল কর্মীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এই দাবানলকে তুরস্কের জন্য চরম ভোগান্তি বলে উল্লেখ করেছেন। দাবানলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং হাজার হাজার তুর্কি নাগরিক ও পর্যটকদের পালাতে হয়েছে কিংবা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। অবশেষে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দেশটিতে।