বিশেষ প্রতিনিধি।। অবৈধ শিকারিদের কাছ থেকে উদ্ধার করা হরিণ
আগে হরিণের দাম ছিল ৭০ হাজার টাকা। এখন তা কমিয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। আজ (মঙ্গলবার) থেকে এই দামে হরিণ কিনতে পারবেন যে কেউ।
ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রাণী বিক্রি করার জন্য জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (প্রাণিসম্পদ-২) এক প্রজ্ঞাপনে হরিণের দাম পুনর্নির্ধারণ করা হয়।
জাতীয় চিড়িয়াখানার উদ্বৃত্ত প্রতিটি চিত্রা হরিণের বিক্রয় মূল্য ৭০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পুনর্নির্ধারণে সম্মতি প্রদান করা হলো।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বলেন, আজ থেকে হরিণ ৭০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকায় বিক্রি হবে। এরই মধ্যে ৫৫টি হরিণ বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আজ থেকে নতুন দামে হরিণ বিক্রি করব।’