বিশেষ প্রতিনিধি।।পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গীতি কাজী সফলতার সাথে সুদীর্ঘ সাড়ে ৩৭ বছরের শিক্ষকতা জীবনের অবসর জনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হলো মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সকালে চরগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ।
অত্র বিদ্যালয়ের সভাপতি মির্জা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুজানগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরসি ইন্সটাক্টর মীর সোহরাব আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষ। এছাড়াও আরো বক্তব্য দেন চরদুলাই স.প্রাবি সহ শি.চঞ্চল কুমার, অত্র বিদ্যালয়ের সহ.শি.রমেছা খাতুন, এসএমসি’র সাবেক সভাপতি শরীফ মুনীম আহমেদ , চর দুলাই বালিকা ‘র প্র.শি.মোঃ আফজাল হোসেন, দুর্গাপুর সপ্রাবি প্র.শি মির্জা রাশিদুল কবির,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাঈল হোসেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাফিজা খাতুন প্রমুখ ।
সবাই তার অবসরজনিত সময়ে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন ।
একই বিদ্যালয়ে সাড়ে ৩৭ বছরের দীর্ঘ কর্ম জীবনের স্মৃতি চারণ করেন বিদায়ী শিক্ষক গীতি কাজী। বিদায় অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহঃশিঃ মোছাঃ সালমা খাতুন। উপস্থিত সবাই বিদায়ী শিক্ষকের বর্ণিল কর্মময় জীবনের নানা অর্জন ও সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। সুপরিচিত এ শিক্ষকের কর্মজীবন নিয়ে প্রশংসা করেন বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।