অনলাইন ডেস্ক।। তৃতীয় ধাপের ১০০৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ হাজার ২৮৫ জন। এর মধ্যে স্বতন্ত্রভাবে মনোনয়ন দাখিল করেছেন ৩ হাজার ৫৩৮জন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অধিকাংশই বিদ্রোহী প্রার্থী। ফলে এই ধাপে বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি হয়েছে। তৃতীয় ধাপে সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দেন ৩৭ হাজার ৪৭জন। সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ৪৬৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষদিনে তিনটি পদে ৫৩ হাজার ৮০১জন মনোনয়ন জমা দেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ১০০৩টি ইউপির মধ্যে মনোনয়ন জমা দিয়েছে ৯৮১টি ইউপিতে। এই ধাপের নির্বাচনে ২০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ১ হাজার ৭৪৭জন প্রার্থী দিয়েছে। ৪৩টি ইউপিতে একজন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এককভাবে মনোনয়ন জমাকারী সবাই আওয়ামী লীগ মনোনীত। সদস্য পদে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন ২০০ জন সদস্য। আর মহিলা সদস্য পদে ৭০জন ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে প্রথম ধাপে ৭৩ জন এবং দ্বিতীয় ধাপে ৮১ জন চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হন। ইতিমধ্যে দুই ধাপে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৫১৩জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
গত ১৪ তৃতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী, ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিলো। মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর। আর প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর। প্রথম ধাপে দুইদফায় ৩৬৫টি ইউপিতে ভোট হয়। এছাড়াও আগামী ১১ নভেম্বর ৮৪৬টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোটকে কেন্দ্র করে ২২জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় উদ্বিগ্ন ইসি।