বিশেষ প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বখাটের ছুরিকাঘাতে রাফি ভূঁইয়া নামে এক তরুণ নিহত হয়েছে। নিহত রাফি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের নিয়ামুল ভূঁইয়ার ছেলে। সে উপজেলার ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় আহাম্মদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বখাটে প্রদীপ হাসান (২০) তাদের কয়েকজন বন্ধু ও রাফি ভূঁইয়ার মাঝে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে প্রদীপ হাসান রাফি ভূঁইয়াকে ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় রাফিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানায়, বখাটে প্রদীপ প্রায়ই এলাকায় কোমরে ছুরি নিয়ে ঘোরাঘুরি করে। কথায় কথায় মানুষকে প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্য মো. টুটুল (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।