অনলাইন ডেস্ক।। ভারতে ১২১ বছরের ইতিহাসে উষ্ণতম মার্চ মাস পাড় করেছে। গতকাল শনিবার দেশটির আবহাওয়া অধিদপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মার্চের গড় তাপমাত্রা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে গড়ে ১.৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
দেশটির আবহাওয়া অফিস জানায়, দেশজুড়ে মার্চে ৭১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ১১৪ বছরে চেয়ে কম বৃষ্টির নজির মাত্র দুবার। সাধারণভাবে মার্চে দেশে গড়ে ৩০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু গত মাসে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। এর আগে ১৯০৮ সালের মার্চে ভারতে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার।
উল্লেখ্য, গত ১২০ বছরের ইতিহাসে ২০২১ সালটি ছিল ভারতে পঞ্চম উষ্ণতম বছর। মার্চ মাসে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবিদদের অনেকেই ধারণা করেছিলেন, উষ্ণতার নতুন রেকর্ড গড়তে পারে ২০২২। শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, বছরের শুরুতে উদ্বেগজনকভাবে কম বৃষ্টিপাত হয়েছে দেশটিতে